"Mera Ration" অ্যাপ লঞ্চ করল কেন্দ্র, মোট ১৪ টি ভাষায় ব্যবহার করা যাবে এই অ্যাপ।

Monday, March 15 2021, 8:52 am
"Mera Ration" অ্যাপ লঞ্চ করল কেন্দ্র, মোট ১৪ টি ভাষায় ব্যবহার করা যাবে এই অ্যাপ।
highlightKey Highlights

One Nation One Ration Card-র প্রকল্পকে দৃঢ় করতে এবং পরিযায়ী শ্রমিকদের জন্য রেশন প্রক্রিয়াকে সহজ করে তুলতে আজ ভারত সরকারের তত্বাবধানে লঞ্চ করা হয়েছে 'Mera Ration App' । 'ন্যাশনাল ফুড সিকিউরিটি এক্ট' অনুযায়ী গোটা দেশজুড়ে মোট ৫.৪ লাখের বেশি রেশন দোকান আছে। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার রেশনের হিসেবে রাখতে পারবেন। অন্যস্থান থেকে রেশনও তুলতে পারবেন। সেখানে ভেরিফাই করার জন্য মোবাইল নম্বর, আধার নম্বর এবং রেশন কার্ডের নম্বর দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট