Usain Bolt | 'প্রতারণা করেছে সরকার', ১০৪ কোটি টাকা খুঁইয়েছেন বিশ্বে দ্রুততম মানুষ উসেইন বোল্ট!

Sunday, February 16 2025, 3:57 am
Usain Bolt | 'প্রতারণা করেছে সরকার', ১০৪ কোটি টাকা খুঁইয়েছেন বিশ্বে দ্রুততম মানুষ উসেইন বোল্ট!
highlightKey Highlights

গত বছর বিরাট অঙ্কের টাকা খুইয়েছেন উসেইন বোল্ট। যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ১০৪ কোটি টাকা।


বিশ্বের দ্রুততম মানুষের খেতাবধারী উসেইন বোল্টের ঝুলিতে রয়েছে ৮টি অলিম্পিক স্বর্ণপদকসহ একাধিক বিশ্বরেকর্ড। সেই তিনিই নাকি আর্থিক প্রতারণার শিকার! সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই জামাইকার দ্বিতীয় প্রাচীন সংস্থা 'স্টকস ও সিকিউরিটিজ লিমিটেড'এ টাকা বিনিয়োগ করছিলেন বোল্ট। গতবছর টের পান ভারতীয় মুদ্রায় তাঁর প্রায় ১০৪ কোটি টাকা খোয়া গিয়েছে। এ বিষয়ে অভিযোগ করলে উল্টে তাকেই দায়ী করে জামাইকান সরকার। এবার বোল্টের আইনজীবী লিন্টন গর্ডন সংস্থার কর্তা জিনঅ্যান প্যান্টনের বিরুদ্ধে ২০টি প্রতারণার অভিযোগ আনলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File