টেকনোলজি

১ জুন থেকে গুগল ফোটোজ়ের ফ্রি পরিষেবা বন্ধ হবার আগেই নতুন স্পেস ম্যানেজমেন্ট টুল নিয়ে হাজির গুগল

১ জুন থেকে গুগল ফোটোজ়ের ফ্রি পরিষেবা বন্ধ হবার আগেই নতুন স্পেস ম্যানেজমেন্ট টুল নিয়ে হাজির গুগল
Key Highlights

গুগল ফোটোজ়ের ফ্রি ব্যাক আপ পরিষেবা অবশেষে শেষ হতে চলেছে ১লা জুন থেকে। এবার থেকে গুগল ফোটোজ়ের ব্যাবহারকারীরা 15GB স্পেস বিনামূল্যে পাবেন, তারপরও অতিরিক্ত স্টোরেজের প্রয়োজন হলে Google One সাবস্ক্রাইব করতে হবে। যাঁরা এই সাবস্ক্রিপশন কিনতে চান না এবার তাদের জন্যও একটি নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট টুল নিয়ে এল গুগল। যার মাধ্যমে সহজেই ঝাপসা ছবি, স্ক্রিনশট, ও বড় ভিডিয়ো খুঁজে তা-ও ডিলিট করে স্টোরেজ খালি করা যাবে।