টেকনোলজিআরও উন্নততর হল গুগল ফটোস , যুক্ত করা হয়েছে একগুচ্ছ নতুন ফিচার
একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এসেছে গুগল ফটোস। গুগল ফটোস ব্যবহারকারীরা এবার আরো তিনটি নতুন ফিচার যুক্ত করতে পারবে আপডেট করেই। এই ফিচারগুলো হলো লক ফোল্ডার, মেমোরিস্, এবং সিনেমাটিক ফটোস। অনেকেই নিজেদের ব্যক্তিগত ছবি, ভিডিও সিকিওর করার জন্য নানা অ্যাপ ব্যবহার করেন। এবার থেকে আর কোন অ্যাপ ব্যবহার করতে হবে না। নতুন ফিচার লক ফোল্ডারে সব ধরনের ছবি, ভিডিও বা কোন জরুরী ডকুমেন্ট পাসকোডের মাধ্যমে সুরক্ষিত রাখতে পারবেন। মেমোরি ফিচারে পুরনো ছবি দেখার সাথে সাথে এবার থেকে থিম বেসড মেমোরি দেখাবে গুগল ফটোজ।সিনেমাটিক ফটোস্ এ মেশিন লার্নিং ব্যবহার করে যেকোনো ছবি দিয়ে তৈরি করে তার একটি ভিডিও তে পরিণত করা যাবে।