দেশ

UPI | সন্ধ্যে থেকে চলছেনা গুগল পে-পেটিএম! লেনদেন করতে সমস্যায় পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা

UPI | সন্ধ্যে থেকে চলছেনা গুগল পে-পেটিএম! লেনদেন করতে সমস্যায় পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা
Key Highlights

দেশজুড়ে ব্যাহত ইউপিআই পরিষেবা। লেনদেন করতে সমস্যায় পড়েছেন প্রত্যেক ব্যাঙ্কের গ্রাহকরাই। গুগল পে থেকে শুরু করে পেটিএম- সমস্ত রকম ইন্টারফেসেই বন্ধ হয়ে গিয়েছে।

বুধবার সন্ধ্যা সাতটার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে অনলাইনে টাকা লেনদেন করতে গিয়ে অসুবিধায় পড়েন সাধারণ গ্রাহকেরা। অভিযোগ, গুগল পে থেকে শুরু করে পেটিএম, সমস্ত রকম ক্যাশলেস পেমেন্ট ইন্টারফেসই বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, সন্ধ্যা ৭.৫০ অবধি বিভিন্ন অনলাইন মানি ট্রান্সকশান অ্যাপ থেকে প্রায় ২,৭৫০টি অভিযোগ জমা পড়েছে কতৃপক্ষের কাছে। কোভিডের পর থেকে সারা দেশে ক্যাশলেস পেমেন্টের ব্যবহার বহুগুন বেড়েছে। ফলে পরিষেবা ব্যাহত হওয়ায় সাময়িকভাবে অচল হয়ে পড়ে আমজনতার কেনাকাটা।