Google Pay in Saudi Arabia | সৌদি মুলুকে চালু হলো Google Pay! টাকাপয়সার লেনদেন হবে আরও সহজ
Saturday, September 20 2025, 3:35 am

Money20/20 সম্মেলনে সেই দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক (SAMA) আনুষ্ঠানিকভাবে Google Pay চালু করার ঘোষণা করেছে।
১৫ সেপ্টেম্বর রিয়াধে অনুষ্ঠিত Money20/20 সম্মেলনে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাঙ্ক আনুষ্ঠানিকভাবে Google Pay চালু করার ঘোষণা করেছে। এবার থেকে ব্যবহারকারীরা এখন Mada ডেবিট কার্ড ও ভিসা বা মাস্টারকার্ডের মতো ডিজিটাল কার্ড Google Wallet-এ যোগ করতে পারবেন। এছাড়াও অ্যান্ট ইন্টারন্যাশনালের সাথে Alipay+ নিয়ে আসার চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। Alipay+ চালু হলে আন্তর্জাতিক পর্যটকরা নিজেদের ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে সৌদিতে সহজে লেনদেন করতে পারবেন। ‘ভিশন ২০৩০’ মাধ্যমে বিশ্বের অন্যতম প্রধান ফিনটেক হাব হতে চলেছে সৌদি আরব।