আইন লঙ্ঘনের দায়ে জরিমানা গুগলের, ঘোষণা রাশিয়ার আদালতের

Friday, July 30 2021, 5:21 am
highlightKey Highlights

সার্চ ইঞ্জিন গুগল এই প্রথম জরিমানার সম্মুখীন। রাশিয়ায় স্টেট কমিউনিকেশনস রেগুলেটর রস্কম্যাডজোর বলেছিলেন, অ্যালফাবেট ইনকরপোরেশন-ভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন গুগলকে ছয় মিলিয়ন রুবল জরিমানা করা হতে পারে। রাশিয়ার এক আদালত রাশিয়ায় গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য রাশিয়ার ডেটাবেসে সংরক্ষণ না করায় এই জরিমানার ঘোষণা। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করায় গুগলকে ৩ মিলিয়ন রুবল বা ৪১ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ ৪৭ হাজার ৪২৮ টাকা জরিমানা দিতে জানিয়েছে রাশিয়ার আদালত। এই বিষয়টি গুগল নিশ্চিত করলেও কোনো মন্তব্য করেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File