Sundar Pichai | আইআইটি খড়গপুর থেকে শীর্ষ সম্মান পেলেন Google সিইও সুন্দর পিচাই ও স্ত্রী অঞ্জলি পিচাই
Friday, July 26 2024, 2:17 pm
Key Highlightsগুগলের সিইও সুন্দর পিচাইকে আলমা মেটার বিশেষ সম্মাননা দিলো আইআইটি খড়গপুর।
গুগলের সিইও সুন্দর পিচাইকে আলমা মেটার বিশেষ সম্মাননা দিলো আইআইটি খড়গপুর। আইআইটির ৬৯ তম সমাবর্তনে পিচাইকে Dr.of Science ডিগ্রী প্রদান করেছে আইআইটি। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়েছে। সুন্দর পিচাই ডক্টর অফ সায়েন্স পুরষ্কার পান এবং তাঁর স্ত্রী অঞ্জলি পিচাই বিশিষ্ট Alumnous Award এ সম্মানিত হন। উল্লেখ্য, Alphabet Inc. এবং Google এর সিইও সুন্দর পিচাই আইআইটির প্রাক্তনী ছিলেন। এদিকে অঞ্জলি পিচাই, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ১৯৯৩ সালে IIT-খড়গপুর থেকে BTech সম্পন্ন করেন।
- Related topics -
- সুন্দর পিচাই
- গুগল সিইও সুন্দর পিচাই
- আইআইটি
- গুগল

