ভারতে ক্রমবর্ধমান করোনা সংকটে পাশে Googleএর CEO সুন্দর পিচাই, 135 কোটি ফান্ডিংয়ের ঘোষণাও করেছেন তিনি
Monday, April 26 2021, 9:26 am
Key Highlights
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় রীতিমতো উদ্বিগ্ন Google সিইও সুন্দর পিচাই। ভারতের এই কঠিন পরিস্থিতিতে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সুন্দর পিচাই টুইট করে জানিয়েছেন যে, তিনি UNICEF-এর হাতে 135 কোটি টাকার ফান্ডিং তুলে দেবেন এবং সেই নন-প্রফিট অর্গ্যানাইজেশনের তরফ থেকে কোভিড পরিস্থিতিতে ভারতকে স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত সব সাহায্য করা হবে। সুন্দর পিচাই এদিন টুইট করে লেখেন, 'ভারতের ক্রমবর্ধমান কোভিড সংকট দেখে আমি বিধ্বস্ত!'
- Related topics -
- টেকনোলজি
- গুগল
- ভারত
- গুগল সিইও সুন্দর পিচাই
- করোনা পরিস্থিতি