Bankura Goods Train Derailed | ফের লাইনচ্যুত ট্রেন! বাঁকুড়ায় মালগাড়ির দুর্ঘটনায় বাতিল একাধিক ট্রেন

Friday, November 22 2024, 1:31 pm
Bankura Goods Train Derailed | ফের লাইনচ্যুত ট্রেন! বাঁকুড়ায় মালগাড়ির দুর্ঘটনায় বাতিল একাধিক ট্রেন
highlightKey Highlights

রেল সূত্রে খবর, বাঁকুড়া পিয়ারডোবা স্টেশনে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ি।


আবারও লাইনচ্যুত রেল! রেল সূত্রে খবর, বাঁকুড়া পিয়ারডোবা স্টেশনে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ি। শুক্রবার বিকেলে আদ্রা খড়গপুর ডিভিশনে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, পিয়ারাডোবার কাছে রেললাইনের কাজ চলছে। সেই কারণে স্টেশনের কাছে একটি মালগাড়ি থেকে আস্তে আস্তে পাথর নামানো হচ্ছিল।সেই সময় পাথরবোঝাই মালগাড়ির দুটি কামরা লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এই লাইনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বাতিল করা হয় আদ্রা খড়গপুর ডিভিশনে বেশ কিছু ট্রেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট