Gold Rate Today | ধনতেরাসে সোনা কিনবেন? কিছুটা হলেও কমেছে সোনার দাম! কোথায় কত রেট?
Tuesday, October 29 2024, 6:32 am
Key Highlights
আজ ধনতেরাস। সোনা, রুপো কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন জনগণ।এই আবহে কমলো সোনার দাম।
আজ ধনতেরাস। সোনা, রুপো কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন জনগণ। এই আবহে কমলো সোনার দাম। মঙ্গলবার কলকাতায়, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৩,১৫০ টাকা, আর ২৪ ক্যারাট সোনার দাম ৭৯,৮০০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কিছুটা বেশি, ৭৩,৭৪০ টাকা, এবং ২৪ ক্যারাটের দাম ৮০,৪৩০ টাকা। মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, পুণে এবং ভুবনেশ্বরে ২২ ক্যারাট সোনার দাম ৭৩,১৫০ টাকা। ধনেতারাসে সব জায়গায় সোনার দাম কমায় বেশ খুশির আমেজ মধ্যবিত্তদের মধ্যে।