Gold Rate | একদিনে হলুদ ধাতুর দাম কমেছে ১৮০০ টাকা! সস্তা সোনা স্বস্তি দেবে কি?

বৃহস্পতিবার সোনার যা দাম ছিল তার থেকে শুক্রবার কিছুটা হলেও কম রয়েছে। প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে প্রায় ১৮০০ টাকা।
সোনা রুপোর মতো ধাতুর দাম দিনদিন উর্দ্ধগামী। গত কয়েকদিনে সোনার দাম বাড়লেও বৃহস্পতিবারের চেয়ে শুক্রবারের সোনার দর কিছুটা নেমেছে। শুক্রবার কলকাতার বাজারে সোনার দর (কর বাদে): পাকা সোনা বার (২৪ ক্যারাট)= ৯৯ হাজার ২৫০ টাকা (প্রতি ১০ গ্রাম), পাকা সোনা বার (খুচরো)= ৯৯ হাজার ৭৫০ টাকা (প্রতি ১০ গ্রাম), হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট)= ৯৪ হাজার ৪০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। বৃহস্পতিবারের তুলনায় প্রতি কেজি রুপোর দাম ৮০০ টাকা মতো কমেছে। আজ প্রতি কেজি রুপো (খুচরো)= ১ লক্ষ ১৫ হাজার ৬৫০ টাকা।
- Related topics -
- শহর কলকাতা
- সোনার দর
- সোনা
- রুপা
- রুপোর গয়না