শহর কলকাতা

Gold Rate Today | শেয়ার বাজার উথালপাথাল, মঙ্গলে একধাক্কায় বাড়লো সোনার দাম

Gold Rate Today | শেয়ার বাজার উথালপাথাল, মঙ্গলে একধাক্কায় বাড়লো সোনার দাম
Key Highlights

সোমবার কলকাতার বাজারে সোনার যা দাম ছিল, মঙ্গলবার হলমার্ক গয়নার সোনার ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে একধাক্কায় ৫০০ টাকা বেড়ে গেল সোনার দাম।

মঙ্গলবার সোনার দাম: পাকা সোনার বার প্রতি ১০ গ্রাম (২৪ ক্যারাট): ১ লক্ষ ১ হাজার ১৫০ টাকা। পাকা সোনার বার প্রতি ১০ গ্রাম (খুচরো): ১ লক্ষ ১ হাজার ৬৫০ টাকা। হলমার্কযুক্ত গয়না সোনা প্রতি ১০ গ্রাম (২২ ক্যারাট): ৯৬ হাজার ৬০০ টাকা। তবে এই দরের সঙ্গে আপনাকে কর এবং মেকিং চার্জ দিতে হবে। রুপো এক কেজি (খুচরো): ১ লক্ষ ১৭ হাজার ১০০ টাকা। সোমবার পাকা সোনার বারের (২৪ ক্যারাট) দাম ছিল প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৬০০ টাকা। হলমার্কের গয়নার সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৯৬ হাজার ১০০ টাকা।