Gold Rate Today | শেয়ার বাজার উথালপাথাল, মঙ্গলে একধাক্কায় বাড়লো সোনার দাম
Tuesday, August 26 2025, 3:41 pm

সোমবার কলকাতার বাজারে সোনার যা দাম ছিল, মঙ্গলবার হলমার্ক গয়নার সোনার ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে একধাক্কায় ৫০০ টাকা বেড়ে গেল সোনার দাম।
মঙ্গলবার সোনার দাম: পাকা সোনার বার প্রতি ১০ গ্রাম (২৪ ক্যারাট): ১ লক্ষ ১ হাজার ১৫০ টাকা। পাকা সোনার বার প্রতি ১০ গ্রাম (খুচরো): ১ লক্ষ ১ হাজার ৬৫০ টাকা। হলমার্কযুক্ত গয়না সোনা প্রতি ১০ গ্রাম (২২ ক্যারাট): ৯৬ হাজার ৬০০ টাকা। তবে এই দরের সঙ্গে আপনাকে কর এবং মেকিং চার্জ দিতে হবে। রুপো এক কেজি (খুচরো): ১ লক্ষ ১৭ হাজার ১০০ টাকা। সোমবার পাকা সোনার বারের (২৪ ক্যারাট) দাম ছিল প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৬০০ টাকা। হলমার্কের গয়নার সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৯৬ হাজার ১০০ টাকা।
- Related topics -
- শহর কলকাতা
- সোনা
- সোনার দর
- মূল্যবৃদ্ধি
- মূল্যহ্রাস