Gold Rate Today | দীপাবলির পর থেকেই ওঠানামা করছে সোনার দাম, আজ কলকাতায় সোনার দাম কত?

Sunday, October 26 2025, 4:57 am
highlightKey Highlights

মাত্র চার দিনের মধ্যে, সোনার দাম সর্বকালের সর্বোচ্চ থেকে প্রতি ১০ গ্রামে ৭,০০০ টাকারও বেশি কমেছে।


দীপাবলির পর থেকেই ওঠানামা করছে সোনার দাম। শুক্রবার সন্ধ্যা নাগাদ, হলুদ ধাতুর দাম ১২১,৫১৮ টাকায় নেমে আসে, যার অর্থ ১০ গ্রাম সোনার দাম ৬,১১৫ টাকা কমে যায়। রবিবার (২৬ অক্টোবর) ফের কিছুটা কমল সোনার দাম। আজ গুণমান সোনার দাম (প্রতি ১০ গ্রামে)। ২৪ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ১,২১,৫১৮ টাকা। ২২ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ১,২১,০৩০ টাকা। ২০ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ১,১১,৩১০ টাকা। ১৮ ক্যারেট সোনা ৯১,১৪০ টাকা/১০ গ্রাম। তবে গয়না কিনতে গেলে আপনাকে ৩% জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File