Gold Rate Today | গণপতি বাপ্পার আগমনে হাজারে বাড়লো সোনার দাম, হলুদ ধাতু কিনতে কত খসবে জেনে নিন

মঙ্গলবারের তুলনায় বুধবার প্রতি ১০ গ্রাম গয়না সোনার দাম বেড়েছে ৫০০ টাকা।
মঙ্গলবার দাম বেড়েছিল প্রায় ৫০০ টাকা। বুধবার প্রতি ১০ গ্রাম গয়না সোনার দাম আরও ৫০০ টাকা বেড়েছে। বুধবার কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে)পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ১ হাজার ৭০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ২ হাজার ২০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৯৭ হাজার ১০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। মঙ্গলবারের তুলনায় বুধবার রুপোর দাম প্রায় ৫০০ টাকা কমেছে। রুপো (খুচরো): ১ লক্ষ ১৬ হাজার ৬০০ টাকা (প্রতি কেজি)। এই দরের সঙ্গে যোগ হবে GST এবং মজুরি।
- Related topics -
- বাণিজ্য
- সোনার দর
- সোনা
- গণেশ চতুর্থী
- স্বর্ণকার
- গোল্ড বন্ড
- রুপোর গয়না
- রুপা