Gold Price Today | মাস শেষে পড়লো সোনার দর, মধ্যবিত্তদের কপালে স্বস্তির ছাপ

Wednesday, January 29 2025, 5:34 am
highlightKey Highlights

বিয়ের মরশুমে এই কদিন বেশ চড়া ছিল সোনার দাম। মাসের শেষে এসে কিছুটা স্বস্তি মিলল। আজ কিছুটা কমল সোনার দাম।


বিয়ের মরশুমে গত সপ্তাহে চড়েছিল হলুদ ধাতুর দর। মাসের শেষে স্বস্তি পেলো মধ্যবিত্তরা। বুধবার বেশ খানিকটা কমলো সোনার দর। আজ, ২৯ জানুয়ারি, বুধবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম পড়বে ৭ হাজার ৫০৯ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৭৫ হাজার ৯০ টাকা। একদিনে ১০০টাকা দাম কমেছে হলুদ ধাতুর। আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম পড়বে ৮ হাজার ১৯২ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম পড়বে ৮১ হাজার ৯২০ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File