আন্তর্জাতিক

American Gold Card | 'গোল্ড কার্ড কিনলেই নাগরিকত্ব ফ্রী!' আজব ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

American Gold Card | 'গোল্ড কার্ড কিনলেই নাগরিকত্ব ফ্রী!' আজব ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের
Key Highlights

আমেরিকায় অভিবাসীদের নাগরিকত্ব পেতে চালু হতে চলেছে ‘গোল্ড কার্ড’। ‘গ্রিন কার্ড’ এর নতুন সংস্করণ এটি। আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন এই প্রক্রিয়া চালু করার কথা জানানো হয়েছে।

আমেরিকার নাগরিক হতে গেলে আগে লাগতো ‘গ্রিন কার্ড’। এবার তড়িঘড়ি ‘গোল্ড কার্ড’ চালু করছে ট্রাম্প সরকার। সূত্রের খবর, আগামী দু’সপ্তাহের মধ্যেই চালু হবে এই কার্ড। কার্ডগুলি পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে অন্য দেশের বাসিন্দাদের কাছে বেঁচা হবে, ভারতীয় মুদ্রায় যার পরিমান প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা। প্রেসিডেন্ট ট্রাম্প এদিন জানান, গোল্ড কার্ডের কিনলে গ্রিন কার্ডের সবরকম সুবিধা মিলবে। ধনী ব্যক্তিরা গোল্ড কার্ড কিনে সেদেশে থাকতে পারবেন। সেদেশে কর্মসংস্থানও তৈরি করবেন।