Mohun Bagan-Chennaiyin FC | চেন্নাইয়িনের বিরুদ্ধেও গোলশূন্য ম্যাচ! পরপর দুম্যাচে পয়েন্ট নষ্ট মোহনবাগানের
সবুজ মেরুন ফুটবলারা ৯৭ মিনিট সুযোগ পাওয়ার পরও চেন্নাইয়িনের তথাকথিত দুর্বল রক্ষণ ভাঙতে পারলেন না।
গোলশূন্যভাবে শেষ হল মোহনবাগান চেন্নাইয়িনের ম্যাচ। সবুজ মেরুন ফুটবলারা ৯৭ মিনিট সুযোগ পাওয়ার পরও চেন্নাইয়িনের তথাকথিত দুর্বল রক্ষণ ভাঙতে পারলেন না। ম্যাচের শুরু থেকে বলের দখল বেশি ছিল মোহনবাগানের দিকেই। কিন্তু সবুজ মেরুন ব্রিগেড ও চেন্নাইয়িন দু দলই গোলের মুখে সুযোগ হাতছাড়া করেছে। অন্তত গোটা দুয়েক ভালো সেভ করেছেন বিশাল কাইথ। গোলমুখে একাধিক সুযোগ নষ্ট করেছেন পেত্রাতোস, মনবীররা। প্রসঙ্গত, গত দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে এই মুহূর্তে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্টে রয়েছে মোহনবাগান।