Goa Fire Accident | ক্লাবে আগুন লাগতেই থাইল্যান্ড পালিয়েছিল! পাসপোর্ট সাসপেন্ড হতেই আটক লুথরা ব্রাদার্স

মঙ্গলবারই লুথরা ভাইদের গ্রেপ্তারির জন্য কূটনৈতিক হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছিল গোয়ার সরকার। তার পরেই তাঁদের পাসপোর্ট সাসপেন্ড হয়।
শনিবার উত্তর গোয়ার বাগা এলাকার বার্চ বাই রোমিও লেনে জনপ্রিয় নাইট ক্লাবে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২৫ জনের। গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রায় ৭ জন। পুলিশ সূত্রে খবর, ক্লাবে আগুন লাগার খবর পেতেই থাইল্যান্ডের টিকিট কাটেন নাইটক্লাবের মালিক লুথরা ব্রাদার্স। পরদিন ভোর সাড়ে ৫টায় ইন্ডিগোর 6E 1073 ফ্লাইটে দেশ ছেড়ে পালান তাঁরা। বুধবার তাঁদের পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়। বৃহস্পতিবার ভোরে ফুকেটে তাঁদের আটক করার খবর আসে।
- Related topics -
- দেশ
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- গোয়া
- গ্রেফতার
