চিনের মতো বিহারও গ্লাসব্রিজ! এডভেঞ্চারের খোঁজে ভিড় করছেন পর্যটকরা।

Friday, December 18 2020, 8:46 am
highlightKey Highlights

বিহারের রাজগীর এমনিতেই পর্যটকদের বেশ পছন্দের জায়গা। বিদেশি পর্যটকরাও ভিড় জমান রাজগীরে। আর এবার রাজগীরে নতুন আকর্ষণ গ্লাস ব্রিজ। নেচার অ্যাডভেঞ্চার কেমন, তা অনুভব করতে হলে আপনাকেও একবার যেতে হবে রাজগীর। গ্লাস স্কাইওয়াক ব্রিজ-এর উপর হেঁটে আলাদা রকমের রোমাঞ্চ অনুভব করতে পারবেন।চিনের ঝিয়ানঝাউ প্রদেশে গ্লাস ব্রিজ মাটি থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত। ৪৩০ মিটার লম্বা ও ৬ মিটার চওড়া। বিহারের ব্রিজ ততটা উঁচু না হলেও রোমাঞ্চ অনুভব করতে কোনও অসুবিধা হবে না। এই ব্রিজ-এর আশেপাশে সাফারি পার্ক, আয়ুর্বেদ পার্ক গড়ে তোলার কাজও শুরু হয়েছে। গ্লাস ব্রিজ-র সামনে থেকে রোপওয়ে চালু হবে। ফলে সরাসর বিশ্ব শান্তি স্তুপে পৌঁছতে পারবেন পর্যটকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File