উত্তরাখণ্ডচামোলিতে জারি হাই এলার্ট, প্রবল তুষারপাতের জেরে ফাটল উত্তরাখণ্ডের হিমবাহ
সূত্রের খবর, উত্তরাখণ্ডের ভারত-চিন সীমান্তে চামোলির একটি হিমবাহ শুক্রবার রাতে হঠাৎ ফেটে যায়। চামোলির সুমা গ্রামে হিমবাহটি অবস্থিত ছিল।অতঃপর এই হিমবাহ ফাটা জলে ঋষি গঙ্গার জলস্তর বেড়েছে ২ ফুট। এবিষয়ে উত্তরাখণ্ডের DGP অশোক কুমার জানিয়েছেন, খারাপ আবহাওয়ার জন্য সঠিক খবর পাওয়া যায়নি। তবে তাঁরা ঐ এলাকায় ITBP মোতায়েন করেছেন এবং পরিস্থিতি জানতে বিশেষ টিম পাঠিয়েছেন। পাশাপাশি বর্ডার রোড অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ রেখে চলছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত সরকার। ইতিমধ্যে গোটা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।