Giorgio Armani | প্রয়াত হলেন ফ্যাশন এম্পায়ার 'আর্মানি' গ্ৰুপের প্রতিষ্ঠাতা জর্জিও আর্মানি

শিল্পীর সংস্থা অর্থাৎ আর্মানি গ্রুপের তরফে একটি বিবৃতি প্রকাশ করে অত্যন্ত দুঃখের সঙ্গে জর্জিওর মৃত্যু সংবাদ জানানো হয়েছে।
ফ্যাশন ফিয়েস্তাদের কাছে বিশ্বখ্যাত ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ‘আর্মানি’র পোশাক সেরার সেরা। বিশ্ব ফ্যাশন দুনিয়াতে আর্মানি সর্বজনবিদিত। খ্যাতির জোরে ‘আর্মানি’র স্রষ্টা জর্জিও আর্মানি ‘King Giorgio’ তকমা পেয়েছিলেন। ৯১ বছর বয়সে প্রয়াত হলেন ফ্যাশন ‘সম্রাট’ জর্জিও আর্মানি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। শিল্পীর সংস্থা অর্থাৎ আর্মানি গ্রুপের তরফে একটি বিবৃতি প্রকাশ করে তাঁর মৃত্যুর কথা জানানো হয়েছে। জর্জিওর প্রিয় শহর মিলানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিনোদন
- ফ্যাশন
- ফ্যাশন ডিজাইনার
- ফ্যাশন ম্যাগাজিন
- প্রয়াত