Unnatural Death । যাচ্ছিলেন বেনারস, কলকাতাতেই মৃত্যুর কবলে জার্মান পর্যটক

Thursday, November 28 2024, 5:16 am
Unnatural Death । যাচ্ছিলেন বেনারস, কলকাতাতেই মৃত্যুর কবলে জার্মান পর্যটক
highlightKey Highlights

বাংলায় অস্বাভাবিক মৃত্যু হল এক জার্মান পর্যটকের। সূত্রের খবর, হাওড়ার বি গার্ডেন থেকে স্পেশ্যাল ক্রুজে বুধবার উত্তরপ্রদেশের বেনারস যাওয়ার কথা ছিল জার্মান পর্যটকের দলের।


বেড়াতে এসে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক জার্মান পর্যটক। সূত্রের খবর, গত ২০ নভেম্বর ২৪ জন জার্মান এবং ১৪ জন আমেরিকানের একটি দল কলকাতায় আসেন। কলকাতা ঘুরে তাঁরা স্পেশাল ক্রুজে বেনারস যাবেন বলে ঠিক ছিল। আচমকা দলের একজন সদস্য ৯১ বছরের রিচার্ড কার্ল ম্যাক্স গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত একটি নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File