Germany-India | জার্মানিতে ভারতীয়দের জন্য ভিসা-ফ্রি ট্রানজিটের ঘোষণা, কী কী সুবিধা মিলবে?
Tuesday, January 13 2026, 11:33 am

Key Highlightsভারতীয়দের জন্য ভিসা ফ্রি ট্রানজিটের ঘোষণা করলেন জার্মান চান্সেলার ফ্রেডরিখ মার্জ।
ভারতীয়দের জন্য ভিসা ফ্রি ট্রানজিটের ঘোষণা করলেন জার্মান চান্সেলার ফ্রেডরিখ মার্জ। এবার থেকে বার্লিন, মিউনিখ সহ জার্মানির যে কোনও এয়ারপোর্টে নামলে ভারতীয়দের আর কোনও ট্রানজ়িট ভিসার প্রয়োজন হবে না। এর ফলে আন্তর্জাতিক ট্রিপে জার্মানিতে লে-ওভার থাকলে বিশেষ সুবিধা পাবেন ভারতীয়রা। অর্থাৎ কোনও অনুমতিপত্র ছাড়াই এয়ারপোর্টের নির্দিষ্ট অঞ্চলের মধ্যে চলাফেরা করতে পারবেন ভারতীয়রা। এছাড়াও জার্মান চান্সেলার ফ্রেডরিখ মার্জের সঙ্গে প্রায় ১৯টি বিষয়ে মউ স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- Related topics -
- দেশ
- ভারত
- জার্মান
- নরেন্দ্র মোদি


