Georgia Murder Case | সন্তানের সামনে স্ত্রী-সহ ৪ জনকে গুলি করে খুন ভারতীয়র, খুদের ৯১১ ফোন কলে বাচঁলো জীবন

Saturday, January 24 2026, 2:13 pm
Georgia Murder Case | সন্তানের সামনে স্ত্রী-সহ ৪ জনকে গুলি করে খুন ভারতীয়র, খুদের ৯১১ ফোন কলে বাচঁলো জীবন
highlightKey Highlights

পারিবারিক বিবাদের জেরে আমেরিকার জর্জিয়ায় স্ত্রী ও তিন আত্মীয়কে গুলি করে খুনের অভিযোগ এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের বিরুদ্ধে।


সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগ উঠল বিজয় কুমার নামে এক ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে আমেরিকার জর্জিয়ায়। ঐদিন রাত আড়াইটে নাগাদ দাম্পত্য কলহে জড়িয়ে পরে বিজয় এবং তাঁর স্ত্রী। অভিযোগ, এর মধ্যে আচমকা বন্দুক বের করে গুলি চালিয়ে দেন বিজয়। মা বাবাকে ঝগড়া করতে দেখে ভয়ে আলমারির ভিতরে ঢুকে পড়ে ৯১১ নম্বরে ফোন করে এক শিশু। পুলিশ এসে বিজয়ের স্ত্রী মিমু ডোগরার (৪৩) সঙ্গে তাঁদের তিন আত্মীয় গৌরব কুমার (৩৩), নিধি চন্দ্র (৩৭) এবং হরিশ চন্দ্র (৩৮)-র দেহ উদ্ধার করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File