Gautam Gambhir | চাকরি যাচ্ছে গম্ভীরের? ঠিক হয়ে গিয়েছে উত্তরসূরির নামও! BCCI-এর সঙ্গে বিশেষ বৈঠক লক্ষ্মণের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পরই গৌতম গম্ভীরকে কোচের পদ থেকে ছেঁটে ফেলতে চেয়েছিল বিসিসিআই।
এশিয়া কাপ ট্রফি জিতলেও টেস্ট ক্রিকেটে কোচ হিসাবে ‘চূড়ান্ত ব্যর্থ’ গৌতম গম্ভীর। ১৮টি টেস্টের মধ্যে সাতটিতেই হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় হারের পর BCCI গম্ভীরকে সরানোর একটি প্রচেষ্টা করেছিল। গম্ভীরের বদলে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণকে টেস্টের কোচ করার কথা ভেবেছিল বিসিসিআই। তবে লক্ষ্মণ রাজি না হওয়ায় এই পদ থেকে সরানো যায়নি গম্ভীরকে। জল্পনা, টি ২০ বিশ্বকাপে দল সফল না হলে পদ থেকে সরানো হতে পারে তাঁকে।
