সেলিব্রিটি

গওহর খান কোভিডে আক্রান্ত হওয়ার পরেও চালিয়ে যান শ্যুটিং, পুলিশে অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে

গওহর খান কোভিডে আক্রান্ত হওয়ার পরেও চালিয়ে যান শ্যুটিং, পুলিশে অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে
Key Highlights

অভিনেত্রী গওহর খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। অভিযোগ, করোনার পরীক্ষার ফল পজিটিভ আসার পরেও শ্যুটিংয়ে গিয়েছেন অভিনেত্রী।কোভিডে আক্রান্ত হওয়ার পরে নিয়ম অনুযায়ী, গওহরের নিভৃতবাসে থাকার কথা। কিন্তু বিএমসি-র আধিকারিকেরা অভিনেত্রীর বাড়িতে খোঁজ নিতে গেলে, তাঁকে সেখানে পাওয়া যায়নি। মুম্বইয়ের সংবাদমাধ্যমকে বিএমসি-র এক আধিকারিক জানিয়েছেন, অন্ধেরিতে গওহরের বাড়িতে গেলে, তিনি দরজা খোলেননি। জানা গেল, বাড়িতে না থেকে তিনি শ্যুটিংয়ে গিয়েছেন। এর পরেই বিএমসি-র তরফ থেকে ওশিয়াড়া থানায় যোগাযোগ জানানো হয়।