দেশ

আজ থেকে ডাউনলোড করা যাবে GATE 2021 পরীক্ষার অ্যাডমিট কার্ড, সঙ্গে বদল হয়েছে পরীক্ষার প্যাটার্নেও

আজ থেকে ডাউনলোড করা যাবে GATE 2021 পরীক্ষার অ্যাডমিট কার্ড, সঙ্গে বদল হয়েছে পরীক্ষার প্যাটার্নেও
highlightKey Highlights

আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ২০২১। পরীক্ষার্থীরা আজ থেকে অফিসিয়াল ওয়েবসাইট gate.iitb.ac.in থেকে পরীক্ষার কল লেটার বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই বছর পরীক্ষা আয়োজনের দায়িত্বে আছে IIT-বম্বে। এর পাশাপাশি মোট ২৭ টি বিষয়ে MCQ ধরনের প্রশ্নোত্তর থাকবে। আগামী ২২ মার্চ ফলাফল ঘোষণা করা হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা দেশের IIT-তে ভর্তির সুযোগ এবং ভবিষ্যতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে (PSU) চাকরির সুযোগ পাবেন।