Gas Through Pipeline | দেড় বছরের মধ্যেই কলকাতায় গ্যাস আসবে পাইপলাইনে! প্রথম পরিষেবা পাবেন কারা?

Friday, February 14 2025, 5:56 am
Gas Through Pipeline | দেড় বছরের মধ্যেই কলকাতায় গ্যাস আসবে পাইপলাইনে! প্রথম পরিষেবা পাবেন কারা?
highlightKey Highlights

বেঙ্গল গ্যাসের সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে পাইপবাহিত গ্যাস চলে আসবে নিউ টাউনে।


আগামী দেড় বছরের মধ্যেই পাপলাইনে গ্যাস আসবে কলকাতায়। বেঙ্গল গ্যাসের সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে পাইপবাহিত গ্যাস চলে আসবে নিউ টাউনে। পরে এই পরিষেবা ইএম বাইপাস লাগোয়া এলাকায় ছড়িয়ে পড়বে। ইতিমধ্যে কল্যাণীর গয়েশপুর পর্যন্ত পাইপলাইন চলে এসেছে। এবার তা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ব্যারাকপুর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। তারপর পৌঁছে যাবে নিউ টাউনে। জানা গিয়েছে, নিউ টাউনের অভ্যন্তরীণ পাইপলাইন তৈরি হয়ে গিয়েছে। হলদিরামের কাছে পাইপলাইন পৌঁছালেই নিউ টাউনে পরিষেবা চালু করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File