Ferry । এবার সৌরশক্তি এবং ব্যাটারিতে চলবে ‘ঢেউ’, নয়া জলযান উদ্বোধন করলো গার্ডেনরিচের জাহাজ নির্মাণ সংস্থা

Wednesday, November 20 2024, 3:05 pm
highlightKey Highlights

নতুন জলযান তৈরী করল গার্ডেনরিচের জাহাজ নির্মাণ সংস্থা "GRSE" । সৌরশক্তি ও ব্যাটারির সাহায্যে জলপথে চলাচল করবে এই বৈদ্যুতিন ফেরি।


নতুন জলযান তৈরী করল গার্ডেনরিচের জাহাজ নির্মাণ সংস্থা "GRSE" । সৌরশক্তি ও ব্যাটারির সাহায্যে জলপথে চলাচল করবে এই বৈদ্যুতিন ফেরি। জলযানটির নাম দেওয়া হয়েছে ‘ঢেউ’।  ২৪৬ কিলোমিটার হর্স পাওয়ার যুক্ত ফেরিটির দৈর্ঘ্য ২৪ মিটার। প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে চলাচল করবে ফেরিটি। কামরাগুলি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। উন্নত মানের প্রপেলার লাগানো রয়েছে এতে, যার ফলে জলযানটির সর্বোচ্চ গতি হবে ১০ নট। কতৃপক্ষ জানিয়েছে, ত্রিবেণী থেকে ডায়মন্ড হারবারের মধ্যে এই জলযানটি চলাচল করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File