Harpreet Singh | FBI-র কব্জায় পাক মদতপুষ্ট গ্যাংস্টার হ্যাপি! ভারত ফেরত চাইছে হ্যাপিকে

Saturday, April 19 2025, 5:24 am
highlightKey Highlights

মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার গ্যাংস্টার হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়ার সঙ্গে যোগ আছে পাকিস্তানের গুপ্তচার সংস্থা এবং খালিস্তান গোষ্ঠীর।


মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে,আমেরিকার স্যাক্রামেন্টোতে গ্রেপ্তার করা হয়েছে পাঞ্জাবের গ্যাংস্টার হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়াকে। গত কয়েক মাসে অন্তত ১৫টি বিস্ফোরণ এবং হামলার ঘটনায় অভিযুক্ত হয়েছে হ্যাপি। এফবিআই আরও জানিয়েছে, হ্যাপির সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং খালিস্তানি সন্ত্রাসী সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)এর সঙ্গে যোগ আছে। হ্যাপি এখন এফবিআই হেফাজতে রয়েছে। এ বার তার ভারতে প্রত্যর্পণ চাইছে নয়াদিল্লি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File