রাজ্য

Gangasagar Mela | গঙ্গাসাগর মেলার জন্য একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, কোন রুটে কখন চলবে?

Gangasagar Mela | গঙ্গাসাগর মেলার জন্য একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, কোন রুটে কখন চলবে?
Key Highlights

নামখানা এবং কাকদ্বীপ থেকে শিয়ালদহ ও কলকাতা স্টেশনের দিকে ৫৬টি এবং উল্টোদিকে ৭০টি স্পেশাল ট্রেন চলবে।

আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলা উপলক্ষ্যে ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত নামখানা এবং কাকদ্বীপ থেকে শিয়ালদহ ও কলকাতা স্টেশনের দিকে ৫৬টি এবং উল্টোদিকে ৭০টি স্পেশাল ট্রেন চালাবে রেল। শিয়ালদহ থেকে নামখানার দিকে = রাত ১২:০১, ০১:২৩, ০২:৫৫, ভোর ০৬:১৫, দুপুর ০২:৪০। কলকাতা স্টেশন নামখানার দিকে = সকাল ০৭:৩৫, ০৮:২৪ এবং রাত ০৯:৩০। নামখানা থেকে শিয়ালদহের দিকে = রাত ১২:০৭, ০১:০৬, ০১:২৫, ০২:৫২, সকাল ০৯:১০, ১১:১৮ এবং সন্ধ্যা ০৬:৩৫, কাকদ্বীপ থেকে শিয়ালদহের স্পেশাল ট্রেন: দুপুর ২:১৬।