Kolkata Ganga । গতিপথ বদলাচ্ছে গঙ্গা, ভাঙ্গন আতঙ্কে কপালে ভাঁজ কলকাতাবাসীর

Wednesday, December 18 2024, 5:00 pm
highlightKey Highlights

ভাঙন আতঙ্ক প্রতিদিন বাড়ছে কলকাতায়। হুগলি নদীর ভাঙন চিন্তায় রাখছে পুরসভাকে। ভাঙন আটকাতে তাদের কথা চলছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে।


হুগলি নদীর ক্রমাগত ভাঙনে কপালে ভাঁজ পড়েছে কলকাতা পুরসভার।  হাওড়ার বেলুড় এলাকায় পলির পরিমান ধীরে ধীরে বাড়ায় গঙ্গার গতিপথ বদলের আশংকা করছে পুরসভা। ভাঙন আটকাতে ইতিমধ্যেই কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে তাঁরা। বিশেষজ্ঞ সংস্থার সমীক্ষা মেনে ভাঙন ঠেকাতে নারকেল গাছ আর ম্যানগ্রোভে ভরসা রাখছে তাঁরা। উত্তর কলকাতার বাজে কদমতলা ঘাটের বাঁ দিক থেকে সোজা প্রিন্সেপ ঘাটসংলগ্ন দ্বিতীয় হুগলি ব্রিজের নীচ পর্যন্ত গঙ্গাতীরবর্তী অংশে প্রায় ৪৫০টি নারকেল গাছ বসাচ্ছে পুরসভা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File