ISRO | ২০২৬ সালে গগনযান, ২০২৮তে চন্দ্রযান৪! ইসরোর আগামী মিশন নিয়ে তথ্য দিলেন এস সোমনাথ

Sunday, October 27 2024, 3:55 pm
highlightKey Highlights

চন্দ্রযান ৫ নিয়েও এস সোমনাথ জানান, জাপান মহাকাশ সংস্থা JAXAর সঙ্গে একত্রে এই প্রকল্পে কাজ করবে ইসরো।


সেপ্টেম্বরেই চন্দ্রযান ৪র অভিযানে সম্মতি দিয়েছে কেন্দ্র সরকার। সব ঠিক থাকলে ২০২৮ সালে চন্দ্রযান ৪ এর অভিযান চালাতে পারে ইসরো। ২১০৪.০৬ কোটি টাকা ব্যয় হবে এই অভিযানে। ইসরো প্রধান জানান, এই মিশনে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরবে মহাকাশযান। এদিকে ২০২৬ গগনযান লঞ্চ করার পরিকল্পনা রয়েছে। জোর কদমে কাজ চলছে চন্দ্রযান৪ এবং গগনযান নিয়ে। পাশাপাশি চন্দ্রযান ৫ নিয়ে এস সোমনাথ জানান, জাপান মহাকাশ সংস্থা JAXAর সঙ্গে একত্রে এই প্রকল্পে কাজ করবে ইসরো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File