G-7 | পহেলগাঁও হামলার নিন্দা করলো জি-৭ দেশগুলি, উত্তেজনা কমাতে তৎপর বিশ্ব

শুক্রবার রাতে পহেলগাঁও হামলার নিন্দা করে যৌথ বিবৃতি পেশ করল জি-৭ গোষ্ঠীভুক্ত ৭টি দেশ।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। হামলার পাল্টা প্রত্যাঘাত হিসেবে পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ভারত। ক্রমাগত ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তানও। এবার পহেলগাঁও হামলার নিন্দা করলো জি ৭ দেশগুলি। শুক্রবার রাতে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকার বিদেশমন্ত্রীদের তরফে একটি যৌথ বিবৃতি পেশ করা হয়। বিবৃতিতে পহেলগাঁও হামলার নিন্দা করে দুই দেশকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আবেদন জানিয়েছে তাঁরা।