Pope Francis | শনিবারই অনুষ্ঠিত হবে প্রয়াত পোপ ফ্র্যান্সিসের শেষকৃত্য! উপস্থিত থাকবেন চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিরা!
Tuesday, April 22 2025, 6:09 pm

ভ্যাটিকান জানিয়েছে, শনিবারই অনুষ্ঠিত হবে প্রয়াত পোপ ফ্র্যান্সিসের শেষকৃত্য। সকাল ১০টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে এই অন্ত্যেষ্টিক্রিয়া হবে।
ভ্যাটিকান জানিয়েছে, শনিবারই অনুষ্ঠিত হবে প্রয়াত পোপ ফ্র্যান্সিসের শেষকৃত্য। সকাল ১০টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে এই অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এছাড়াও খোলা কফিনে পোপের শায়িত ছবিও সামনে আনল ভ্যাটিকান। জানা গিয়েছে, চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে। পোপ ফ্রান্সিস হবেন গত এক শতাব্দীর মধ্যে প্রথম পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউরোপ
- অন্যান্য