আন্তর্জাতিক

Vijay Mallya-Lalit Modi | 'চোরে চোরে..'! লন্ডনে বিলাসবহুল পার্টিতে গলা জড়িয়ে গান গাইলেন পলাতক ললিত-বিজয়!

Vijay Mallya-Lalit Modi | 'চোরে চোরে..'! লন্ডনে বিলাসবহুল পার্টিতে গলা জড়িয়ে গান গাইলেন পলাতক ললিত-বিজয়!
Key Highlights

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, লন্ডনে এক জমকালো পার্টিতে এক সঙ্গে গান গাইছেন ললিত এবং বিজয়।

'চোরে চোরে মাসতুতো ভাই'. এই প্রবাদটা যেন সত্যি করে দিলেন পলাতক ভারতীয় ব্যবসায়ী ললিত মোদী এবং বিজয় মালিয়া। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, লন্ডনে এক জমকালো পার্টিতে এক সঙ্গে গান গাইছেন ললিত এবং বিজয়। পার্টির আয়োজক ললিত মোদী, এমনকি ভিডিওটি শেয়ারও করেছেন তিনিই। সূত্রের খবর, এই বিলাসবহুল পার্টিতে বিভিন্ন দেশের ধনকুবেররা পরিবার যোগ দেন। ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইলও।