Paris Olympic 2024 | টেনিস-শুটিং থেকে শুরু করে বক্সিং- হকি! অলিম্পিক্সে রয়েছে ভারতের একাধিক ইভেন্ট
Saturday, July 27 2024, 9:14 am
Key Highlights
২৬ জুলাই স্যেন নদীতে মার্চপাস্টের মধ্যে দিয়ে অলিম্পিক্স আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তার দু'দিন আগে অবশ্য অলিম্পিক্সের বেশ কয়েকটা ইভেন্ট শুরু হয়ে গিয়েছিল। আজ-২৭ তারিখ অলিম্পিক্সে রয়েছে ভারতের একাধিক ইভেন্ট।
আজ-২৭ তারিখ অলিম্পিক্সে রয়েছে ভারতের একাধিক ইভেন্ট। সন্ধ্যে ৭টা ১০ মিনিটে ব্যাডমিন্টনে নামছেন লক্ষ্য সেন, সন্ধে ৮টায় ছেলেদের ডাবলসে নামবেন সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি। রাত ১১টা ৫০ মিনিটে মেয়েদের ব্যাডমিন্টন ডাবল। রাত ৭টা ১৫ মিনিটে হরমীত দেশাই নামবেন ছেলেদের সিঙ্গলসে। রাত ১২টা নাগাদ প্রীতি পওয়ার নামবেন মেয়েদের ৫৪ কেজি প্রিলিমিনারি রাউন্ডে। রাত ৯টায় ভারতের পুরুষ হকি দল নামবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। বিকেল ৫টায় নামবেন টেনিসে নামবেন রোহন বোপান্না এবং এন শ্রীরাম বালাজি।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক্স
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- ভারত