Durga Puja 2024 | ষষ্ঠী থেকে পুজোর দিনগুলি কলকাতায় সারারাত চলবে সরকারি বাস, বাড়ানো হবে বাসের সংখ্যাও
Monday, October 7 2024, 10:55 am
Key Highlightsপঞ্চমী থেকে জনসংখ্যা বাড়তে পারে সেই কথা মাথায় রেখেই ষষ্ঠী থেকে পুজোর দিনগুলি সারারাত কলকাতায় সরকারি বাস চালানোর সিদ্ধান্ত।
দ্বিতীয়া, তৃতীয়া থেকেই একাধিক মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামে। পঞ্চমী থেকে জনসংখ্যা বাড়তে পারে সেই কথা মাথায় রেখেই ষষ্ঠী থেকে পুজোর দিনগুলি সারারাত কলকাতায় সরকারি বাস চালানোর সিদ্ধান্ত। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন,চতুর্থী এবং পঞ্চমী এই দুই দিনই রাজ্যের পরিবহণ নিগমের পক্ষ থেকে ৪০০ অতিরিক্ত বাস চালানো হবে প্রথম অর্ধে। ষষ্ঠী থেকে পুজোর বাকি দিনগুলিতে দ্বিতীয় অর্ধে বাড়বে বাসের সংখ্যা। পুজোর দিনগুলিতে সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। সকাল ১০টার পর ধাপে ধাপে বাড়ানো হবে বাস।
- Related topics -
- উৎসব ২০২৪
- শহর কলকাতা
- পরিবহন
- পরিবহনমন্ত্রী
- দুর্গাপুজো

