COVID-19 | রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, কলকাতায় আক্রান্ত রাশিয়ান কূটনীতিক
Wednesday, May 28 2025, 5:06 pm
Key Highlightsস্বাস্থ্যভবনের রিপোর্ট অনুযায়ী, শনিবার থেকে আজ, বুধবার পর্যন্ত কলকাতায় করোনা পজিটিভ হয়েছেন ২৭ জন। কলকাতার রুশ কনসাল জেনারেল ম্যাক্সিমকোজলভ।
দেশে ফের ছড়াচ্ছে কোভিড আতঙ্ক। রাজ্যেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত চারদিনে কলকাতা কোভিড পজিটিভ হয়েছেন ২৭ জন। এঁদের মধ্যে শুধুমাত্র বুধবারই ৫ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। কোভিড আক্রান্তদের মধ্যে রয়েছেন কলকাতায় কর্মরত রাশিয়ার কনসাল জেনারেল ম্যাক্সিমকোজলভ। জ্বর, হালকা সর্দিকাশি হওয়ায় তাঁর আরটি পিসিআর পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসায় সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। শহরের বিভিন্ন হাসপাতালে অন্যদের চিকিৎসা শুরু হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- কোভিড মেডিসিন
- কোভিড গাইডলাইন
- কোভিড ১৯
- কোভিড টেস্ট কিট
- কোভিড নির্দেশিকা জারি
- কোভিড পজিটিভ
- করোনা পরিস্থিতি
- করোনা-পরীক্ষা
- কোভিড বিধি অমান্য
- করোনা রোগী
- কোভিড হাসপাতাল
- কোভিড তৃতীয় ঢেউ
- রাশিয়া

