Interpol Silver Notice | এবার ভিনদেশে পাচার হয়ে যাওয়া অর্থ বা সম্পত্তির ক্ষেত্রেও জারি করা যাবে নোটিশ!
এবার থেকে ভিনদেশে পাচার হওয়া সম্পত্তির ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে জারি করা যাবে 'সিলভার নোটিশ'।
এবার থেকে ভিনদেশে পাচার হওয়া সম্পত্তির ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে জারি করা যাবে 'সিলভার নোটিশ'। অর্থাৎ এবার থেকে পাচার হয়ে যাওয়া অর্থ বা সম্পত্তির ক্ষেত্রেও নোটিশ জারি করতে পারবে ইন্টারপোল। আপাতত এই 'সিলভার নোটিশ' ইস্যু করার বিষয়টি পাইলট প্রোজেক্ট হিসেবে পরিচালনা করা হচ্ছে। এই প্রকল্পে যুক্ত হয়েছে ভারত সহ ৫২টি দেশ। তবে এই সংক্রান্ত প্রতিটি আবেদন পর্যালোচনা করবে ইন্টারপোলের সাধারণ সচিবালয়। এই নোটিশ যাতে রাজনৈতিক কারণে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা থাকবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ক্রাইম
- অন্যান্য