কড়া নজরদারি! ‘দুয়ারে সরকার’ কর্মসূচির শিবির ছাড়া মিলবে না কোনো ফর্ম, ঘোষণা শীর্ষ মহলের
Wednesday, August 11 2021, 4:44 am
Key Highlights
শেষ বারের 'দুয়ারে সরকার' কর্মসূচী থেকে প্রশাসনিক সূত্র দাবি করেছে, কয়েকটি জেলায় আবেদনপত্র তৈরি করে তা টাকার বিনিময়ে বিলি করার মতো তথ্য পেয়েছিলেন প্রশাসনের শীর্ষ কর্তারা। এই তথ্যের ওপর ভিত্তি করে ‘দুয়ারে সরকার’ কর্মসূচী নিয়ে জেলা প্রশাসনিক কর্তা ও জেলাশাসকদের আরও সতর্কতার বার্তা দিল নবান্নের শীর্ষ মহল। এবার থেকে প্রত্যেককে নির্দিষ্ট শিবিরে গিয়েই তার প্রয়োজনমত প্রকল্পের জন্য কি কি করতে হবে তা জানতে হবে এবং ফর্ম নিতে হবে। পাশাপাশি একজন যাতে একই সময় ভিন্ন প্রকল্পে আবেদন না করতে পারে, সেদিকেও কড়া নজর রাখতে হবে। বন্যার কবলে থাকা এলাকাগুলিতে পরে এই প্রকল্প হবে বলেই নির্দেশ মুখ্যমন্ত্রীর।
- Related topics -
- রাজ্য
- মুখ্যমন্ত্রী
- মমতা ব্যানার্জী
- নবান্ন
- করোনা পরিস্থিতি