ATM Withdrawal Fee | বাড়ছে ATM থেকে টাকা তোলার খরচ! কবে থেকে কত টাকা অতিরিক্ত দিতে হবে?

Wednesday, March 26 2025, 12:49 pm
highlightKey Highlights

১লা মে থেকে এটিএম ব্যবহার করার জন্য নির্দিষ্ট লিমিটের পরে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে বলে খবর।


বাড়ছে এটিএম ব্যবহারের চার্জ! ১লা মে থেকে এটিএম ব্যবহার করার জন্য নির্দিষ্ট লিমিটের পরে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে বলে খবর। সূত্রের খবর, এটিএম অপারেটরদের কাছ থেকে আবেদন পাওয়ার পরে এই বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়। এরপরই এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির অনুমোদন দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, ফি লিমিটের বাইরে গেলে প্রতি লেনদেনে অতিরিক্ত ২ টাকা করে বেশি দিতে হবে। বর্তমানে ফি লিমিটের বাইরে প্রতি লেনদেনে ১৭ টাকা করে দিতে হয়। ১লা মে থেকে সেই ফি বেড়ে হচ্ছে ১৯ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File