Digha | ভেঙে পড়লো আস্ত কালভার্ট, কলকাতা থেকে বিচ্ছিন্ন দিঘা! ভোগান্তি উইকএন্ডের পর্যটকদের
Saturday, October 11 2025, 2:13 pm

নন্দকুমার-দিঘা ১১৬ বি জাতীয় সড়কে মারিশদাতে কালভার্ট ভেঙে বিপত্তি।
শনিবার দুপুরে মারিশদা থানা এলাকায় নন্দকুমার-দিঘা ১১৬ বি জাতীয় সড়কের একটি কালভার্ট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে কলকাতা থেকে দিঘাগামী সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চূড়ান্ত বিপাকে পড়েছেন সপ্তাহান্তের পর্যটকরা। বর্তমানে কোলাঘাট থেকে দিঘাগামী গাড়িগুলিকে ১১৬বি জাতীয় সড়কে নন্দকুমার থেকে প্রায় ২১ কিমি এগিয়ে বাজকুল থেকে ভগবানপুরগামী বা আরও খানিকটা এগিয়ে হেঁড়িয়া থেকে ভূপতিনগর হয়ে এগরায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে কাঁথি কিংবা রামনগর হয়ে দিঘা পৌঁছনো যাবে।
- Related topics -
- রাজ্য
- দিঘা
- শহর কলকাতা
- জাতীয় সড়ক
- যোগাযোগ ব্যবস্থা
- পশ্চিমবঙ্গ
- কাঁথি