Flying Taxi | ২০২৬ সাল থেকেই দেশের জনবহুল মেট্রো শহরের আকাশে উড়বে এয়ার ট্যাক্সি

Sunday, September 15 2024, 1:45 pm
Flying Taxi | ২০২৬ সাল থেকেই দেশের জনবহুল মেট্রো শহরের আকাশে উড়বে এয়ার ট্যাক্সি
highlightKey Highlights

রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে প্রথমে এয়ার ট্যাক্সি চালু করা যেতে পারে।


যানজট পূর্ণ শহরে এবার আকাশে উড়তে চলছে ট্যাক্সি। এই নিয়ে ইতিমধ্যে এভিয়েশন সেক্টর রেগুলেটর ডিজিসিএ, ভার্টিপোর্টস নিয়ে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। অনুমান করা হচ্ছে ২০২৬ সাল থেকেই দেশে এয়ার ট্যাক্সি উড়তে শুরু করবে। এয়ারপোর্টের আদলে তৈরি হবে এয়ার ট্যাক্সি স্ট্যান্ড। ডিজিসিএ নিয়ম অনুযায়ী, এই এয়ার ট্যাক্সিগুলির জন্য ভার্টিপোর্ট তৈরি করা হবে। এর জন্য মোট ১ বিলিয়ন ডলার খরচের চুক্তি সাইন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে প্রথমে এয়ার ট্যাক্সি চালু করা যেতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File