Adani | আদানির সঙ্গে ব্যবসা বন্ধ করছে ফরাসি সংস্থা টোটাল এনার্জিস! আদানি গ্রিনের ২০ শতাংশ রয়েছে এই সংস্থার কাছে
Tuesday, November 26 2024, 8:56 am
Key Highlightsঘুষকাণ্ডের জেরে আপাতত আদানির সঙ্গে ব্যবসা বন্ধ করছে ফরাসি সংস্থা টোটাল এনার্জিস।
ঘুষকাণ্ডের জেরে আপাতত আদানির সঙ্গে ব্যবসা বন্ধ করছে ফরাসি সংস্থা টোটাল এনার্জিস। ওই সংস্থার তরফ থেকে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে তারা অবগত ছিল না। ফলে যতক্ষণ না এই মামলার নিষ্পত্তি হচ্ছে এবং আদানি গোষ্ঠীর কর্তারা নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন টোটল এনার্জিস নতুন করে আর কোনও বিনিয়োগ করবে না আদানি গোষ্ঠীতে। উল্লেখ্য, আদানি গ্রিন এনার্জি লিমিটেডে ২০ শতাংশ অংশীদারিত্ব ও বোর্ড অফ ডিরেক্টরে একটি পদ রয়েছে টোটাল এনার্জিসের।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- আদানি

