Pinaka Rocket | ভারতের মাটিতে তৈরী পিনাকা রকেট সিস্টেম কিনতে আগ্রহী ফরাসী সেনা, শুরু হয়েছে মূল্যায়ন
এক ফরাসী সেনা অফিসার জানিয়েছেন, ভারতের মাটিতে তৈরি পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমকে ব্যবহারের জন্য মূল্যায়ন শুরু হয়েছে।
ভারতের পিনাকা রকেট সিস্টেমের প্রতি আগ্রহী ফরাসী সেনা ! এক ফরাসী সেনা অফিসার জানিয়েছেন, ভারতের মাটিতে তৈরি পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমকে ব্যবহারের জন্য মূল্যায়ন শুরু হয়েছে। DRDOর তরফে তৈরি এই পিনাকা রকেট সিস্টেম ৭৫ কিলোমিটার দূরের টার্গেটে গিয়ে আছড়ে পড়তে পারে। এর উৎপাদনের নেপথ্যে রয়েছে লারসেন অ্যান্ড টুবরো, টাটা, অর্ডিন্যান্স ফ্যাকটরি বোর্ডের মতো একাধিক সংস্থা। ইতিমধ্যেই পিনাকা রকেট সিস্টেমের অর্ডার দিয়ে দিয়েছে আর্মেনিয়া। এছাড়াও একাধিক দেশ ভারতের পিনাকা রকেট সিস্টেম কিনতে আগ্রহী।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- রকেট
- ফ্রান্স