SBI Scam | SBIর নামে লোভনীয় বিনিয়োগের বার্তা ছড়িয়ে প্রতারণার ছক! সতর্ক করলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

Tuesday, December 17 2024, 12:31 pm
highlightKey Highlights

রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম করে প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারকরা।


রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম করে প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারকরা। সোশ্যাল মিডিয়ায় লোভনীয় বিনিয়োগের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে। যাতে কোনও গ্রাহক এবং সাধারণ মানুষ প্রতারিত না হন। এই ব্যাঙ্কের পক্ষ থেকে কোনও বিনিয়োগের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়নি বলে জানানো হয়েছে। অবাস্তব ফেরত দেওয়ার মতো কোনও প্রকল্প তারা আনেনি বলেও উল্লেখ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File