গুগল-এর বিরুদ্ধে একচেটিয়া বাজার দখলের অভিযোগে  ২২০ মিলিয়ন ইউরো জরিমানা করল ফ্রান্স
Wednesday, June 9 2021, 8:56 am
 Key Highlights
Key Highlightsবাজারে একচেটিয়া দখলদারি অর্থাৎ নিজেদের ওয়েবসাইট ও অ্যাপে বিজ্ঞাপন মারফত মুনাফা লাভ এবং অনলাইন বিজ্ঞাপনের অপব্যবহারের দ্বারা  গুগল একচেটিয়া বাজার দখল করছে। এই ধরণের ব্যাবসার নীতি ফ্রান্সের বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রক আইনের বিরোধী, তাই গুগল এর বিরুদ্ধে  ২২০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ফ্রান্স। এই অভিযোগের বিরুদ্ধে এখনো পর্যন্ত গুগল সরাসরি কিছু জানায়নি। তবে ফ্রান্সের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থার দ্বারা জানা যাচ্ছে, গুগল নিজেদের কার্যপদ্ধতিতে বদল আনার অঙ্গীকার করেছে।